সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
সোমবার সকালে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান সপ্তম। সকাল ১০টার দিকে আইকিউএয়ারের ঢাকার গড় বায়ুমান ১৫২। এই মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। বায়ুদূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের নগরজীবন। সোমবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১২৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান সপ্তম।
সকাল ১০টার দিকে ঢাকার বায়ুমান সূচক (AQI) ছিল ১৫২, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। তবে রাজধানীর চেয়েও বেশি দূষিত এখন দেশের দুই বিভাগীয় শহর- রাজশাহী ও খুলনা।
সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজশাহীর বায়ুমান ১৬৭, যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে খুলনা, যার AQI ১৫৭। অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে রংপুরে ১৩৭, বরিশালে ১১৪, ময়মনসিংহে ১১৩, সিলেটে ৮২ ও চট্টগ্রামে ৭৩।
একসময় বায়ুদূষণ কমানোর দৃষ্টান্ত স্থাপন করেছিল রাজশাহী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও দ্য গার্ডিয়ান-এর ২০১৬ সালের প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৪-২০১৬ সময়কালে রাজশাহীতে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ ৬৭ শতাংশ কমে গিয়েছিল। ২০১৪ সালে বাতাসে ক্ষুদ্র ধূলিকণার মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ১৯৫ মাইক্রোগ্রাম, যা ২০১৬ সালে নেমে আসে ৬৩.৯ মাইক্রোগ্রামে। এ অর্জনের কারণে শহরটি “বিশ্বের সবচেয়ে দ্রুত দূষণ কমানো নগরী” হিসেবে স্বীকৃতি পায়।
কিন্তু বর্তমানে সেই রাজশাহীই দূষণের শীর্ষে উঠে এসেছে। পরিবেশবিদরা বলছেন, অব্যবস্থাপনা, নির্মাণকাজের ধুলা, যানবাহনের ধোঁয়া ও শিল্পকারখানার নির্গমনের কারণে রাজশাহীর বায়ুমান দ্রুত খারাপ হচ্ছে।
আইকিউএয়ারের পরামর্শে বলা হয়েছে, অস্বাস্থ্যকর বায়ুমানের শহরগুলোতে ঘরের বাইরে বের হলে মাস্ক পরতে হবে, জানালা বন্ধ রাখতে হবে এবং খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলতে হবে।
বায়ুদূষণের প্রভাব ভয়াবহ। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি)-এর ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়, বায়ুদূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু সাড়ে পাঁচ বছর কমছে। দেশটি বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ হিসেবে চিহ্নিত।
সিঙ্গাপুরের নানিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, ১৯৮০ থেকে ২০২০ সালের মধ্যে বায়ুদূষণে বিশ্বে প্রায় ১৩ কোটি ৫০ লাখ মানুষের অকালমৃত্যু হয়েছে।
বিশ্বব্যাংকের ২০২৪ সালের ‘বাংলাদেশ কান্ট্রি এনভায়রনমেন্ট অ্যানালিসিস’ প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে বাংলাদেশে পরিবেশদূষণে ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের অকালমৃত্যু হয়, যার ৫৫ শতাংশই বায়ুদূষণের কারণে। শুধু ওই বছরেই দূষণের অর্থনৈতিক ক্ষতি দেশের জিডিপির ১৭ দশমিক ৬ শতাংশের সমান ছিল।
বিশেষজ্ঞরা বলছেন, রাজশাহী ও অন্যান্য শহরকে বাঁচাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে, এক দশকের মধ্যেই দূষণ-সংকট ভয়াবহ আকার ধারণ করবে।
Leave a Reply