
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে ইজারাকৃত ঝিল থেকে জোরপূর্বক মাছ লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো. ইসমাইল বুধবার (২২ অক্টোবর) দুপুরে রায়পুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, রায়পুর পৌরসভার ২নং ওয়ার্ডের দেনায়েতপুর এলাকার বাসিন্দা ইসমাইল স্থানীয় হাজী মোবারক আলীর কাছ থেকে সাত মাস পূর্বে তিন বছরের জন্য একটি পুকুর (ঝিল) ইজারা নেন। তিনি প্রায় বারো লক্ষ টাকার বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন এবং ছয় মাস ধরে নিয়মিতভাবে ঝিলটি পরিচালনা করে আসছেন।
বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে একই এলাকার দেলোয়ার হোসেন সহ কয়েকজন মিলে ওই ঝিলে ঢুকে জাল ফেলে মাছ ধরতে থাকে। খবর পেয়ে ইসমাইল ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি জাল ও কিছু মাছ উদ্ধার করতে সক্ষম হন।
ইসমাইলের দাবি, অভিযুক্তরা তার ঝিল থেকে মাছ ধরে নিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি করেছে। তিনি বলেন, ওরা এলাকার প্রভাবশালী ও জোরজবরদস্তি স্বভাবের লোক। আমার বা পরিবারের ক্ষতি করতে পারে বলে আমি আশঙ্কা করছি।
তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দেলোয়ার হোসেন বলেন, ঐঝিলে আমার মালিকানা রয়েছে তাই আমি মাছ ধরতে গিয়েছি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply