নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে ছাত্রশিবিরের পক্ষ থেকে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। রবিবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা শিবিরের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের ৫শত কুরআন শরীফ বিতরণ করা হয়।
কুরআন শরীফ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ড. মো: রবিউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, কলেজ শাখা শিবিরের সভাপতি মো: ওয়াকিবুজ্জামানসহ শিবিরের নেতৃবৃন্দ।
নড়াইল জেলা শিবিরের সভাপতি এস এম সালাউদ্দিন, নড়াইল জেলায় এক হাজার কোরআন শরীফ বিতরণ কার্যক্রম চলছে। এরমধ্যে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে ৫শত কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।