
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় রাতে নিখোঁজের পর সকালে বাড়ির পাশের নির্জন স্থান থেকে স্বপন কুমার (২৩) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে হাতরুম গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত স্বপন কুমার বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের হাতরুম গ্রামের বাসিন্দা।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্বপন একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বের হন। পরে রাতে বাড়ি ফিরে কিছুক্ষণ অবস্থান করার পর আবার বেরিয়ে যান। এরপর আর ফেরেননি। রাতে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশে ডোবার ধারে নির্জন স্থানে স্থানীয়রা তাঁর লাশ দেখতে পান।
স্থানীয় গ্রাম-পুলিশ সদস্য আবদুর রশিদ বলেন, “যে স্থানে লাশ পাওয়া গেছে, সেখানে লোকজনের চলাচল খুবই কম। লাশের পাশে একটি কোমল পানীয়র বোতল পাওয়া গেছে, তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।”
স্বপনের বাবা ধীরেন কুমার জানান, “কারও সঙ্গে ছেলের কোনো বিরোধ ছিল না। আত্মহত্যার মতো কোনো কারণও দেখি না। তবে প্রায় এক বছর আগে অভিমানে ঘুমের বড়ি খেয়ে অসুস্থ হয়েছিল, পরে সেরে ওঠে। বর্তমানে সে কোনো কাজ করত না।”
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।”
Leave a Reply