
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
পুঠিয়ায় অষ্টম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ হওয়ার চারদিন অতিবাহিত হলেও থানা পুলিশ অপহরণকারী শিশুটিকে উদ্ধার করতে পারিনি বলে অভিযোগ উঠেছে।
শিশুটির বাবা বাদী হয়ে ছয়জনকে আসামী করে একটি অপহরণ মামলা করার পরও থানা আসামীকে আটক করেনি। মামলার সূত্র ও ভুক্তভোগী অপহৃত ছাত্রীর বাবা বলেন,আমার মেয়ে অষ্টম শ্রেণির সে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে লিখাপড়া করে। ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে মেয়ে প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি হতে বের হয়। আমার বাড়ির এবং থানার হতে দুইশত ফিট দূর হতে হৃদয় নামের ছেলে তার ক্যাডার বাহিনী নিয়ে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়েছে।
শিশু মেয়েটি বাবার আরো বলেন, প্রধান আসামি হৃদয় দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে হয়রানি করে আসছিল। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণ করা হয়েছে। আমার মেয়ে অপহরণ হওয়ার ৪ দিন অতিবাহিত হওয়ার পরও থানা পুলিশ মেয়ে উদ্ধার কিংবা মেয়েটি কোথায় আছে তা সঠিকভাবে জানাতে পারেনি। তারপর, আমি ২৭ তারিখে ছয়জনকে আসামী করে মামলায় একটি অপহরণ মামলা করার পরও থানা একজন আসামীকেও রহস্যজনক কারণে আটক করেনি।
আমি নিজ উদ্যোগে আসামীদে অবস্থান থানাকে জানানোর পর গড়িমসি করে তারা আটক করেননি। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। বর্তমানে মেয়ে না পেয়ে তার মা অসুস্থ হয়ে পড়েছেন।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন,মেয়েটিকে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আমরা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করছি।
Leave a Reply