
মোহাম্মদ মাসুদ
চট্টগ্রামের সীতাকুণ্ডের কৃতি সূর্য সন্তান আলোকিত মানুষ গড়ার কারিগর, অকৃত্রিম বন্ধন প্রিয় সাপ্তাহিক “বহমান বাংলা” পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, বরেণ্য শিক্ষাবিদ কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় ও মছজিদ্দা লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুহাম্মদ জিয়াউর রহমান (শাহজাহান মাস্টার) (৯৭) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ (বৃহস্পতিবার) ৩০ অক্টোবর বাদ যোহর সীতাকুণ্ড শিবপুর বায়তুল মা’ মুর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
গত বুধবার, ২৯ অক্টোবর সন্ধ্যা ৭ টায় নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
বহুগুণে পরিচিত বরেণ্যে গুণীজন শিক্ষাবিদ আলোকিত মানুষ ঘরের কারিগর বেঁচে থাকবেন তার কর্মগুনে। মরণেও হলেন স্মরণীয়। মরহুমের মৃত্যুতে সাপ্তাহিক “বহবান বাংলা” পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা অকৃত্রিম গভীর শোক প্রকাশে বহমান বাংলা পরিবারের সংশ্লিষ্ট সকলেই।
সেইসাথে মরহুমের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। উনার বিদেহী আত্মার শান্তি পরকালের মাগফেরাত কামনা করছি। মরহুমের পরিবার সকলের নিকট দোয়া প্রার্থী।
মরহুম তার দুনিয়া জীবনকালে আলোকিত সমাজ গঠনে নানা কর্মগুনে গুণান্বিত ছিলেন। তিনি ২০ বছরের প্রাচীন পত্রিকা সাপ্তাহিক “বহমান বাংলা”র প্রতিষ্ঠা”সহ আলোকিত সমাজ ও মানুষ গড়ার কারিগর হিসেবে সমাজসেবামুলক স্বেচ্ছাসেবামূলক মানবিক ও কল্যাণকর অনেক কাজে নিয়োজিত ছিলেন।
মৃতুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ৪ মেয়ে,নাতি-নাতনিসহ অসংখ্য আত্নীয় -স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তার সন্তানের মধ্য তারই উত্তরসূরীগুনে গুণান্বিত ধারাবাহিক নানা সেবামূলক কাজে নিয়োজিত আছেন। সুযোগ্য উত্তরসূরী সন্তান হিসেবে রয়েছেন বহবান বাংলা পত্রিকার প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ড. মনোয়ার সাগর ও সম্পাদক মোঃ আতাউল হাকিম আরিফ। মাতৃভূমি সামাজিক সংগঠনের সভাপতি সাইফুর রহমান শাকিল।। রয়েছে তাঁর আরো গুণান্বিত উত্তরসূরী । সীতাকুণ্ডবাসী একজন শিক্ষাবিদ, আলোকিত ধ্যান জ্ঞান মনের অধিকারী গুণী, বিদগ্ধ, জ্ঞানসাধক ও সজ্জন মানুষকে হারালো।
মহান আল্লাহ (আপনার) বান্দার জানা অজানা সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দিন। মহান আল্লাহ্ পাক উনাকে ক্ষমা করে,জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।
Leave a Reply