 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে হিন্দু মুসলিম ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করার লক্ষ্যে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩১ শে অক্টোবর শুক্রবার বেলা ১১ টায় ধোপা খোলা মোর পালকি কমিউনিটি সেন্টারে উক্ত সম্মেলনটি অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অশোক কুমার কুন্ডুর সভাপতিত্বে ও কার্তিক কুমার
দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বি এন পির সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ১ আসন থেকে  মনোনয়ন প্রত্যাশী  আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বি এন পি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক,সাধারণ সম্পাদক মুজাহিদর রহমান পলাশ,জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল সহ পূজা উদযাপন ফ্রন্টের জেলা, থানা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীবৃন্দরা।
প্রধান অতিথি নড়াইল জেলা বি এন পি’র সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন,হিন্দু মুসলিম হিসেবে ধর্মের ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা সবাই মানুষ।
আমি বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় সৌদিআরবে অবস্থান করেও নড়াইলে পেট্রল বোমা হামলা মামলার আসামি হয়েছি।
তবে ক্ষমা মহতগুন,বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমা করতে বলেছেন, আমরাও ক্ষমা করে দিয়েছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান তিনি।
Leave a Reply