
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জেরে একটি চাষকৃত পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী মাছচাষী সুলতান আলী, মৃত হারেজ আলী সোনারের ছেলে, এ ঘটনায় একই গ্রামের ছাইফুল ইসলাম (৪০), মাসুদ (৩৫), মুজাম্মেল হক (৫২) এবং মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের বাবু (৪২) -এর বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুলতান আলী ও অভিযুক্তদের মধ্যে জমি ও পুকুরসংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে গত ২৩ অক্টোবর সকাল ১০টার দিকে মালশিরা মৌজার সরকারি পুকুরে বিষ প্রয়োগ করা হয়। এতে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়।
খবর পেয়ে সুলতান আলী ঘটনাস্থলে গিয়ে পুকুরের পানিতে ভাসমান মৃত মাছ দেখতে পান এবং পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ১ নম্বর আসামি ছাইফুল ইসলামের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও একটি ছবি উদ্ধার করে।
ভুক্তভোগী সুলতান আলী বলেন, “বিবাদীদের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতার জেরে তারা আমার পুকুরে বিষ দিয়েছে। এতে আমার প্রায় পাঁচ লাখ টাকার মাছ মারা গেছে। আমি এ ঘটনার বিচার চাই।”
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply