নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, ২৭ অক্টোবর — স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগ আয়োজিত সেমিনার ও আউটডোর এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে। সোমবার বিকেল ৩টায় শুরু হওয়া প্রদর্শনীতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা তাঁদের স্টুডিও প্রজেক্ট, স্থাপত্য মডেল ও নগর পরিকল্পনার নকশা প্রদর্শন করেন।
প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন এবং প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. বি. সি. বসাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক সোনিয়া আফরিনসহ স্থাপত্য ও অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা ও টেকসই চিন্তাধারার প্রশংসা করে বলেন, “স্থাপত্য কেবল নান্দনিকতার বিষয় নয়, এটি মানুষের জীবন, সমাজ ও পরিবেশের সমস্যার টেকসই সমাধান খোঁজার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।”
প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ছিল স্থাপত্য ৮৩ ব্যাচের শিক্ষার্থীদের নকশা ও ভাবনায় নির্মিত তিনটি রিয়েল স্কেল সিটিং ইনস্টলেশন। এর তত্ত্বাবধানে ছিলেন সহযোগী অধ্যাপক সানিয়া তাবাসসুম ও সহকারী অধ্যাপক মুজাইয়ানা নওমী খান। পুরো প্রদর্শনীটি তত্ত্বাবধান করেন স্থাপত্য বিভাগের সিনিয়র শিক্ষক সারাহ বাসনীন ও সাব্বির আহমেদ সহ বিভাগের শিক্ষার্থীরা
আয়োজকদের মতে, এ প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের কাজের মাধ্যমে স্থাপত্য নিয়ে মুক্ত আলোচনা ও মতবিনিময়ের পরিবেশ তৈরি করা।
[caption id="attachment_36171" align="alignnone" width="300"]
প্রদর্শনী চিত্র[/caption]
একই দিনে বিকেলে অনুষ্ঠিত হয় সেমিনার “Threads of Community: Architecture, Culture, Identity” শীর্ষক আলোচনা সভা। কনভেনর ছিলেন সহযোগী অধ্যাপক সানিয়া তাবাসসুম এবং কো-কনভেনর সহকারী অধ্যাপক ফারিয়া শারমিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সহযোগী অধ্যাপক সানিয়া তাবাসসুম। সেমিনারে ছয়জন প্রাক্তন শিক্ষার্থী তাঁদের কমিউনিটি-ভিত্তিক স্থাপত্যচর্চা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন, যা শিক্ষার্থীদের ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ক গবেষণায় অনুপ্রাণিত করে।
প্রতি বছর ৬ অক্টোবর বিশ্ব স্থাপত্য দিবস উদযাপিত হয়। সেই ভাবনাকেই সামনে রেখে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগ এ আয়োজন করে। দিনব্যাপী এক্সিবিশন ও সেমিনার শিক্ষার্থীদের উৎসাহিত করেছে সৃজনশীলতা, মানবিকতা ও টেকসই নকশার চর্চায়।
আয়োজক বিভাগের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের প্রদর্শনী নিয়মিত আয়োজনের মাধ্যমে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগ তরুণ স্থপতিদের সৃজনশীলতা, দায়িত্ববোধ ও মানবিক দৃষ্টিভঙ্গি বিকাশে কাজ করে যাচ্ছে।