
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল সদর উপজেলা ও পৌর বি এন পি’র আয়োজনে নড়াইল চৌরাস্তায় দলীয় কার্যালয়ের সামনে বেলা বারোটায় এই সভা ও দোয়া মাহফিলের কার্যক্রম শুরু হয়।
নড়াইল সদর পৌর বি এন পি’র সভাপতি তেলায়েত হোসেন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বি এন পি’র সাধারণ সম্পাদক ও সাবেক নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বি এন পি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ,জেলা বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,
জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল সাইদ বাবু,পৌর বি এন পির সাংগঠনিক সম্পাদক ইবাদত হোসেন মিনা, জেলা ছাত্র দলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন নড়াইল , কালিয়া,ও লোহাগড়া উপজেলা থেকে আগত বি এন পি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বক্তারা সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের দলীয় সাংগঠনিক দক্ষতা ও দক্ষিণ বঙ্গের উন্নয়নে তাঁর অবদানের স্মৃতি চারন করেন।
আলোচনা সভা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply