
রাসেল ইসলাম, লালমনিরহাটঃ
তিস্তা নদী রক্ষায় চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে লালমনিরহাটে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শিরোনামে ‘ফ্ল্যাশমব’ করেছে তরুণরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর, মোস্তফিরহাট ও বড়বাড়ি এলাকায় ঢাকা-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে তরুণদের সংগঠন জেন-জি লালমনিরহাট এ কর্মসূচির আয়োজন করে।
ফ্ল্যাশমবের উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও লালমনিরহাট সদর আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
জেন-জি লালমনিরহাটের আহ্বায়ক শহিদ ইসলাম সুজন বলেন, ফ্ল্যাশমবে আমরা নৃত্য, নাট্যাভিনয় ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে নদীভাঙনের করুণ বাস্তবতা তুলে ধরেছি। কীভাবে গ্রামের মানুষ ঘরছাড়া হচ্ছে, হাজার পরিবার জীবিকার পথ হারাচ্ছে এবং এলাকার সংস্কৃতি ও জীবনশৈলী বিপর্যস্ত হচ্ছে তা তুলে ধরার চেষ্টা করেছি। তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে আমাদের এ আয়োজনের মাধ্যমে লালমনিরহাট জুড়ে একটাই বার্তা ছড়িয়ে দিতে চাই- তিস্তা বাঁচলে মানুষ বাঁচবে, নদী রক্ষা মানেই জীবনের রক্ষা।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাকিল, সদস্য সচিব আয়শা সিদ্দিকা কথা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল, যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহাম্মেদ রোকন।
এছাড়া ফ্ল্যাশমবে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন ও অদম্য যুব সংগঠনের সদস্যরাও পরিবেশনা করেন। তারা নৃত্য, সংগীত ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে আয়োজনে সৃজনশীলতা ও প্রাণচাঞ্চল্য যোগ করেন।
কর্মসূচিতে তরুণ-তরুণী, শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ছাড়াও জেলার প্রবীণ নাগরিক, শিক্ষক, জেলে, কৃষকসহ বিপুল সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।
Leave a Reply