1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

লোহাগড়ায় ৭ হাজার ৬০ কৃষকের প্রণোদনার সার-বীজ যাচ্ছে কোথায়

রিপোটারের নাম
  • প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি:

সারা দেশের ন্যায় নড়াইলের লোহাগড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে চলতি অর্থ-বছরে প্রণোদনার সার-বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এবার রবি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গম,সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় উৎপাদনের লক্ষে বিতরণ করা হবে। সুষ্ঠুভাবে বিতরণ করা হলে গম-৫৫০বিঘা, সরিষা-৪৪০০বিঘা, সূর্যমুখী-১৭০বিঘা, চিনাবাদাম-১০০বিঘা, পেঁয়াজ-৮০বিঘা, মসুর-১২৭০বিঘা, খেসারি-৪৬০বিঘা ও অড়হড়-৩০বিঘা জমি ফসল উৎপাদনের আওতায় আসার কথা। এ লক্ষে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ৭ হাজার ৬০জন মানুষের তালিকা করলেও সেই তালিকায় ঠাঁই হয়নি অনেক প্রান্তিক কৃষকদের নাম। তবে কৃষি উপযোগী জমি নেই এমন অনেকের নাম ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
তালিকা প্রণয়নের প্রকৃত ঘটনা জানতে গণমাধ্যমকর্মীরা গত ২ নভেম্বর উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে গিয়ে প্রান্তিক কৃষকদের কথা বলে ৭ হাজার ৬০জনের নামের যে তালিকা করা হয়েছে তা দেখতে চান। কিন্তু সেই তালিকা গোপন করতে ভিন্ন পথে হাঁটেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সালমান জামান। তিনি নিজেই ওই দপ্তরের তথ্য প্রদানকারী কর্মকর্তা হলেও কৃষি দপ্তরের তথ্য প্রাপ্তির জন্য ইউএনও বরাবর লিখিত আবেদন করতে বলেন। কেন ইউএনও’র নিকট আবেদন করতে হবে, এমন প্রশ্নের সদুত্তর দিতে না পেরে কৃষি কর্মকর্তা শেখ সালমান জামান তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির জন্য তার বরাবর আবেদন করতে বলেন।
প্রকৃত তথ্য সাধারণ মানুষের কাছে পৌছে দিতে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বরাবর ২ নভেম্বর আবেদন করেন দৈনিক করতোয়া পত্রিকা ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কাজী আশরাফ। আবেদনের একদিন পরে তথ্য প্রদানের প্রতিশ্রুতি দেন কৃষি কর্মকর্তা সালমান। কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে নিজ অফিসে ৫ নভেম্বর সাংবাদিকদের ডেকে ছাপ জানিয়ে দেন আবেদনের পুর্নাঙ্গ তথ্য দেওয়া যাবে না। যথটুকু দেওয়া যাবে তা নিতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে বলেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বলেন, সাংবাদিক কাজী আশরাফের আবেদনের বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে কৃষকদের মোবাইল নাম্বার বাদে নামের তালিকা দিতে পারব।
সাংবাদিক কাজী আশরাফ বলেন, বর্তমান সরকারের অনেক প্রকল্পের মধ্যে কৃষকদের পুনর্বাসন করতে বিনামুল্যে সার ও বীজ বিতরনের কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। সরকারের এই কাজ প্রান্তিক জনগোষ্ঠির কাছে পৌছে দিতে গণমাধ্যমকর্মীরা কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD