
রায়পুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় কর্তব্যরত সাংবাদিক নাঈম হোসেনকে আমার দেশ অনলাইন ভার্সনে গত ২৮ অক্টোবর প্রকাশিত নিউজ হারভেস্টার মেশিন বিতরণে সরকারি ভর্তুকির কোটি টাকার লোপাট সংবাদ প্রকাশের জেরে ৬ নভেম্বর দুপুরে রিপোন পরিচয়ধারী অজ্ঞাত মোবাইল 01625509788 নং থেকে কল দিয়ে তার সঙ্গে দেখা করার জন্য বলে, দেখা না করলে বাসা থেকে উঠিয়ে নেওয়ার হুমকি দেন। বিষয়টি নিয়ে রায়পুর উপজেলা জুড়ে সাংবাদিক মহলে তীব্র নিন্দার ঝড় বইছ।
পরিবার এবং নিজের নিরাপত্তার স্বার্থে ৭ নভেম্বর সাংবাদিক নাঈম হোসেন রায়পুর থানায় জিডি করেন।
এবিষয়ে ভুক্তভোগী সাংবাদিক নাঈম হোসেন বলেন, চরবংশীর দিলকুসায় অবস্থিত আমার দেশ অনলাইন ভার্সনে প্রকাশিত নিউজের অভিযুক্ত আক্তার হোসেনের ভাই আবুল হোসেনের সরকার ভর্তুকির ডিজিটাল সেন্টারের বিষয়ে কেন নিউজ করে ছড়ানো হয়েছে সেজন্য হুমকি দেওয়া কলের ব্যক্তির সঙ্গে দেখা না করলে তাকে বাসা থেকে উঠিয়ে নেওয়া হবে বলে জানান। সাংবাদিক নাঈম হুমকির বিষয়টি তৎক্ষনাৎ পুলিশ সুপার, রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও রায়পুর থানার ওসিকে প্রাথমিকভাবে মোবাইলে জানালে, তাদের পরামর্শ নিয়ে পরবর্তীতে থানায় জিডি করেন।
হুমকির বিষয় রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম কে জানানো হলে, তিনি বলেন, ” আপনাদের নিউজটা করা একেবারে ঠিক হয়নি। আপনি চিন্তা কইরেন না, হুমকির বিষয়টি আমি দেখছি।”
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ” জিডি করা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। “
Leave a Reply