
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছে রায়পুর প্রেসক্লাব।
বুধবার (১২ই নভেম্বর) রায়পুর প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালি ও সাধারণ সম্পাদক এম আর সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সম্প্রতি রায়পুরে ‘দৈনিক জনতা’ নামের একটি পত্রিকার রায়পুর রুস্তম আলী কলেজ প্রতিনিধি পরিচয়ে এক ব্যক্তি সরকারি দপ্তরে গিয়ে চাঁদাবাজির চেষ্টা চালাচ্ছে। নিজেকে প্রেসক্লাবের সদস্য পরিচয় দিয়ে প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে প্রভাব খাটানোর অপচেষ্টাও করছে সে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ব্যক্তি রায়পুর প্রেসক্লাবের সদস্য নন। তার কর্মকাণ্ডে প্রকৃত সাংবাদিকরা বিব্রত হচ্ছেন। প্রেসক্লাব কর্তৃপক্ষ এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
রায়পুর প্রেসক্লাব মনে করে, এমন ভুয়া সাংবাদিকদের কারণে গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তাই সাংবাদিক সমাজের সুনাম রক্ষায় কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।
Leave a Reply