
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট বাজারে শাহজালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১২ নভেম্বর ) সকাল ১০টায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন করেন শাহজালাল ইসলামী ব্যাংকের লক্ষ্মীপুর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে মাওলানা মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে ও হাফেজ ফয়সাল বিন আমিনের পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসূল (সঃ) হযরত মাওঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী ,
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুর উপজেলা আমির মাওলানা সাইয়্যেদ নাজমুল হুদা,রায়পুর আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মন্জুর হোসাইন,
চরবংশী খাসেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মফিজুর রহমান,
ইউনিয়ন আমির মাওলানা গাজী মুনজির হাসান এমরান,
চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোঃ হারুনুর রশিদ,এবং বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব শরীফ হোসেন মাঝি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি। শাহজালাল ইসলামী ব্যাংকের এই উদ্যোগে খাসেরহাটসহ আশপাশের এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ ব্যাংকিং সুবিধা পাবে ঘরে বসেই।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply