
নড়াইল প্রতিনিধিঃ
ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলার আট জন ভিক্ষুকের মাঝে, ছয়টি গরু, ছয়টি ছাগল, নগদ এগার হাজার দুইশত টাকা ও বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
১৭ ই নভেম্বর সোমবার দুপুরে নড়াইল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে
ভিক্ষুকদের মাঝে সহায়ক
উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস বলেন, ভিক্ষাবৃত্তি নিরসন করে উপকারভোগীদের স্বাবলম্বী করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে তাদের বিকল্প আয়ের পথে সম্পৃক্ত করা হবে। এ সময় সদর উপজেলা সমাজ সেবা অফিসার উত্তম সরকার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply