নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সড়াতলা গ্রামে হত্যা মামলার বাদীর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
১৯ ই নভেম্বর ( বুধবার ) ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর আয়োজন সড়াতলা গ্রামে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধন থেকে হত্যা মামলার আসামিদের শাস্তির দাবী করেছে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সড়াতলা গ্রামের জামাল জানান,বিগত কয়েক বছরে চারটি খুন হয়েছে এই সড়াতলা গ্রামে,আজকের এই মানববন্ধন হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সড়াতলা গ্রামের নয় মাসের গর্ভবতী নাসিমা বেগম কে মারধর করে একই এলাকার সাহেব এবং শান্ত। তাদের বেধরক মারধরে গর্ভেই সন্তান টির মৃত্যু হয়।
পরবর্তীতে এই নিয়ে আদালতে হত্যা মামলা করেন নাসিমা বেগম, বিচার প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে, এই মামলা তুলে নেওয়ার জন্য চেষ্টা করে ব্যর্থ হয়ে আসামিরা রাতের আধারে নিজেদের ঘরে আগুন দিয়ে ভূক্তভোগী নাসিমা বেগম কে আসামি করে থানায় মামলা করেছে, আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং নাসিমা বেগমের গর্ভের শিশু হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
এ বিষয়ে ভুক্তভোগী নাসিমা বেগম বলেন, আমি আমার সন্তান হত্যাকারীদের বিচার চাই,এবং এই ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাই।