সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় খেলার সময় অটোভ্যানের ধাক্কায় পাঁচ বছরের শিশু জোহান হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বারুইপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জোহান জহুরুল ইসলামের একমাত্র ছেলে সন্তান।
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো আজ সকালেও বাড়ির পাশে খেলছিল জোহান। বেলা ১১টার দিকে সে তেগাছি-মচমইল সড়কের ধারে গিয়ে সড়ক পার হওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে মচমইলগামী একটি অটোভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে শিশুটি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং অচেতন অবস্থায় পড়ে থাকে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় জোহান মারা যায়। শিশুটির মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনেরা বলেন, জহুরুল ইসলামের দুই সন্তানের মধ্যে জোহান ছিল একমাত্র ছেলে। মাত্র পাঁচ বছরের জোহানের অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোক ও বিষাদের আবহ তৈরি হয়েছে।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে। ঘটনাটি রাজশাহী নগর এলাকার হওয়ায় রাজপাড়া থানায় অপমৃত্যু মামলা দায়ের হবে। লাশের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে রাজপাড়া থানা পুলিশ।