সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
গলায় ফাঁস দিয়ে সেলিনা বিবি (২৩) নামে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
মৃত সেলিনা তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের ভাগনা পশ্চিমপাড়া গ্রামের ইব্রাহীম আলী সাজু'র স্ত্রী।
তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিনা
দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিল। শুক্রবার দুপুর পর নিজ ঘরে গলাই দড়ি দিয়ে মারা যায় তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল। হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।