নড়াইল প্রতিনিধিঃ
৮ই নভেম্বর গণপ্রকৌশল দিবস ২০২৫ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর সকালে নড়াইল চৌরাস্তার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আইডিইবি নড়াইলের আয়োজনে সকাল ১১টায় কেক কেটে দিবসটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির আহ্বায়ক ও এসডি, গণপূর্ত বিভাগ প্রশান্ত কুমার কুন্ডু ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রুবেল, ।
এসময় উপস্থিত ছিলেন ডিইএব নড়াইল জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ নাসির উদ্দীন সবুজ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বাকিউর রহমান রাজ
মেহেদি হাসান সাকিল, মোঃ আশিক এলাহী অনিক, মোঃ আনোয়ার বিন সাদ্দাত, মোঃ এহসানুল হক, মোঃ জাহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুল ইসলাম ও মোঃ সাদ্দাম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান সিদ্দিকী টিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল সাঈদ বাবু, সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা শ্রমিক দলের সভাপতি মুশফিকুর রহমান বাচচু, জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মাজেদা খানম টুকটুকি, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সী বায়োজিদ বিল্লাহ, নড়াইল পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ বিশ্বাস ৪ নং ওয়াড বি এনপি সাংগঠনিক সম্পাদক শিমুল খান,শ্রমিক নেতা জাহিদ হাসান,ছাত্র নেতা মামুন গাজি,আরিফ হাসান।
সহ আরও অনেকে।
কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়।