নিজস্ব প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বুধবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫
"দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে সকালেই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। হলরোড থেকে মার্চেন্ট একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয় এবং র্যালীটি পুনরায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এসে শেষ হয়।
উদ্বোধনী পর্ব শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এলডিডিপি হল রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বক্তারা বলেন, বর্তমান সরকারের বিনিয়োগ, খামারিদের প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের দুধ, ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রায়পুরেও ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ও সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
খামারিরা জানান, এ ধরনের প্রদর্শনী তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নতুন জাতের প্রাণী, রোগ নির্ণয়, খাদ্য, ঔষধ এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা পাচ্ছেন।