স্টাফ রিপোর্টার:
গাইবান্ধা জেলার বিভিন্ন অঞ্চলে মানব সেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য চাকরিজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা মিলে সামাজিক সংগঠন গড়ে তোলেন। সমাজের মানুষদের বিভিন্ন সমস্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাদের গড়া এসব সংগঠন। তেমনই একটি সংগঠন- মদিনা ফাউন্ডেশন, গাইবান্ধা।
এ সংগঠনের কাজের মধ্যে রয়েছে- অসহায়দের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, খাদ্যসামগ্রী বিতরণ, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, সুশিক্ষায় শিক্ষিত, আধুনিক, ধর্মীয় ও কারিগরী শিক্ষার প্রসার। সাংবাদিকদের সঙ্গে কথা হয়লে জানান সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ নিজাম উদ্দিন খান আরমান। তিনি শোনালেন তাদের এগিয়ে নিতে চাওয়ার গল্প।
এ ছাড়াও সামাজিক এ সংগঠনের মাধ্যমে বেকারদের চাকরির ব্যবস্থা, নতুন উদ্যোক্তাদের অর্থনৈতিক সহায়তা দেওয়া জন্য এগিয়ে আছেন। এ সম্পর্কে নিজাম উদ্দিন খান আরমান বলেন, অনেকেই আছেন গ্রাজুয়েশন শেষ করে চাকরি পান না। তাদের আমরা কোম্পানির চাকরি পেতে সাধ্য মতো সহায়তা করি।
কথা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ নিজাম উদ্দিন খান আরমান সাথে। সংগঠনের সদস্যরা বিভিন্ন শ্রেনী পেশার সাথে জড়িত। তারা জানায়, আমরা তো ভালো আছি, যারা ভালো নেই তাদের সহযোগীতা করা আমাদের দ্বায়িত্বের মধ্যে পড়ে। দরিদ্র অসহায় মানুষদের দেখলে কষ্ট হয়। তাই সামাজিক ও ধর্মীয় দ্বায়বদ্ধতা থেকে আপনার একটু সহযোগিতা হতে পারে মুখে হাসি ফোটানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। সাধ্যমত কাজ করছি। আগামীতে দরিদ্র মানুষের শিক্ষা ও চিকিৎসায়, কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ ও আর্থিক সচ্ছলতার লক্ষ্যে " মদিনা ফাউন্ডেশন " সংগঠন কাজ করে যাবে।