নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ইসলাম দুজনেই পেয়েছেন ধানের শীষের টিকিট। মনোনয়ন প্রাপ্ত নেতাকর্মীদের মাঝে দলীয় স্লোগান মিছিল নির্বাচনী প্রচারণায় নানা কার্যক্রম আলোচনা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সমর্থকদের মাঝে দেখা যায় আনন্দ উল্লাস।
প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে দলীয় অভ্যন্তরে নেতাকর্মী সমর্থক অনুসারীদের আলোচনা সমালোচনার হল অবসান।
প্রার্থিতা আশা প্রত্যাশীরা হতাশ নিরাশা হলেও দলের স্বার্থে সকলে দলীয় মনোনয়ন নির্বাচিত প্রার্থীর পক্ষে কাজ করবেন। দলের সকলেই ঐক্যমতের ভিত্তিতে গঠনমূলক সিদ্ধান্তে দেশ ও জনগণের স্বার্থে তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করতে সকলের মতামত জনগণের সমর্থন এবং রায়ের ধানের শীষ কে বিপুল ফোটে বিজয়ী করার অঙ্গীকারবদ্ধ।
সভাপতি শরীফুল আলম লড়বেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লড়বেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে।
অঘোষিত ৬৭ আসনের মধ্যে ২য় বারের ঘোষণায় ৩৬ আসনের মনোনয়ন প্রার্থীর নাম ঘোষণায় জেলা বিএনপির সভাপতি সেক্রেটারির ২জনেই ধানের শীষের পতীকে মনোনয়ন পেলেন।