
মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া বরইকুচি পশ্চিম পাড়া এলাকার আঃ বারেকের ছেলে রব্বানীর বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ডাব সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) -শেরপুরের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে এনএসআই ও কর্ণজোড়া বিওপির বিজিবির একটি টিম সুবেদার ফুল মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, রব্বানীর বসতঘর থেকে প্রথমে দুই কার্টুন ডাব সাবান পাওয়া যায়। পরে বাড়ির পাশের খড়ের পালায় তল্লাশি চালিয়ে ৮৯ কার্টুনে মোট ৬ হাজার ৪০৬ পিস ভারতীয় কসমেটিক ডাব সাবান উদ্ধার করা হয়। জব্দকৃত এসব সাবানের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮৪ হাজার ৩৬০ টাকা। অভিযানের সময় অভিযুক্ত রব্বানী পালিয়ে যায় বলে জানায় বিজিবি।
অভিযান পরিচালনাকারী সুবেদার ফুল মিয়া জনকণ্ঠকে বলেন, “বিজিবি ও এনএসআই-এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সাবান জব্দ করা সম্ভব হয়েছে।”
অভিযুক্ত রব্বানীর বিরুদ্ধে কী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে? এমন প্রশ্নে বিজিবির ওই কর্মকর্তা মুঠোফোনে জানান, “উদ্ধার করা মালামাল কাস্টমসে জমা দেওয়া হবে। তবে অভিযানের সময় কাউকে গ্রেফতার করতে না পারায় থানায় অভিযোগ দায়ের করা হয়নি।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য পাচারের অভিযোগ রয়েছে। তারা বলেন,
“বিজিবি ও এনএসআই-এর এই অভিযান স্বস্তির। তবে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সীমান্ত দিয়ে অবৈধ পণ্য আসা কমবে না।”
Leave a Reply