
মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হঠাৎ সকল থানার ওসি রদবদল। (সিএমপি) অধীনস্থ ১৬টি থানার সব ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একসাথে বদলি করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত দাপ্তরিক এক চিঠির মাধ্যমে এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়। দপ্তর থেকে প্রকাশিত চিঠিতে প্রতিটি থানার ওসিদের নতুন দায়িত্বস্থলের তালিকাও উল্লেখ করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, কোতোয়ালী থানার ওসি আব্দুর করিম কে বদলি করে পাঁচলাইশ থানায় পাঠানো হয়েছে। সদরঘাট থানার মো. আব্দুর রহিম পেয়েছেন বন্দর থানার দায়িত্ব।
বাকলিয়া থানার মো. আফতাব উদ্দীন যাচ্ছেন কোতোয়ালী থানায়। পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মানকে নিয়োগ দেওয়া হয়েছে বাকলিয়া থানায়। বায়েজিদ থানার ওসি জসিম উদ্দীনকে পাঠানো হয়েছে চান্দগাঁও থানায় এবং চান্দগাঁও থানার জাহেদুল কবির যাচ্ছেন বায়েজিদ থানায়।
এ ছাড়া, খুলশী থানার শাহীনুল আমিনকে বদলি করে কর্ণফুলী থানায় এবং ডবলমুরিং থানার বাবুল আজাদকে পাঠানো হয়েছে চকবাজার থানায়। হালিশহর থানার নুরুল আবছার পেয়েছেন পাহাড়তলী থানার দায়িত্ব। আকবরশাহ থানার মো. আরিফুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে সদরঘাট থানায়।
পাহাড়তলী থানার মো. জমির হোসেন মোহাম্মদ জিয়াকে বদলি করে পাঠানো হয়েছে ডবলমুরিং থানায়। কর্ণফুলী থানার জাহেদুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে খুলশী থানায় অন্যদিকে, বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে বদলি করা হয়েছে পতেঙ্গা থানায় এবং পতেঙ্গা থানার ওসি কাজী মোহাম্মদ সুলতার আহসান উদ্দীন যাচ্ছেন হালিশহর থানায়।
ইপিজেড থানার কামরুজ্জামানকে বদলি করে নিয়োগ দেওয়া হয়েছে আকবরশাহ থানায়। চকবাজার থানার শফিকুল ইসলামকে পাঠানো হয়েছে সিটিএসবিতে। তবে শেষ তথ্য অনুযায়ী, ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় বদলি করা হলেও সেখানে নতুন ওসি হিসেবে এখনো কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
Leave a Reply