
জালাল উদ্দিন; সাঁথিয়া, (পাবনা) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে ৬৮পাবনা-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রদলনেতা ও কেন্দ্রীয় যুবদলনেতা মাসুদুল হক মাসুদের দিকনির্দেশনায় পাবনার সাঁথিয়া উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর এলাকায় দিনরাত ধানের শীষের নির্বাচনী প্রচারনা করে যাচ্ছেন বিএনপি যুবদল ও সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় বুধবার(১০ডিসেম্বর)উপজেলার ধুলাউড়ি ইউনিয়নে সাধারণ ও খেটে খাওয়া মানুষের মাঝে মাসুদুল হক মাসুদ উপস্থিতত থেকে শাকসবজির বীজ বিতরণ করেন এবং বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের নির্বাচনী প্রচারনা করেন।
কেন্দ্রীয় যুবদলনেতা মাসুদুল হক মাসুদ সবসময় গরীব,অসহায়,দুঃস্থ ও অসুস্থ মানুষের সাহায্য সহযোগিতা করে থাকেন এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(১১ডিসেম্বর)উপজেলার নন্দনপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম আবদুর রহমানের ছোট ভাই অসুস্থ রাজিব হোসেন এর শারিরীক খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এছাড়া মাসুদুল হক মাসুদের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সাঁথিয়া উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে গত ১ডিসেম্বর বিকেলে সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাবনা-১আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশার ব্যাপারে মাসুদুল হক মাসুদ বলেন,তারুন্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের কর্মসূচী নিয়ে আমি দীর্ঘদিন ধরে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি।আমি তরুণ নেতা হিসেবে দল থেকে মনোনয়ন প্রত্যাশা করছি।আমাকে মনোনয়ন দিলে আমি শতভাগ বিজয়ী হবো বলে আশাবাদী।
Leave a Reply