
রায়পুর প্রতিনিধি
লক্ষ্মীপিরের রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টার নাগাদ উপজেলা হলরুমের সভাকক্ষে জাতির সূর্য সন্তান শহীদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলামের সঞ্চালনায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমী) নিগাল সুলতানা, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, রায়পুর সরকারি কলেজের অধ্যাপক আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দেওয়ানসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষক ও স্থানীয় সাংবাদিক বিন্দু।
আলোচনায় বক্তারা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে এক অনুপ্রেরণার উৎস, যা ভবিষ্যতেও জাতিকে পথ দেখাবে।
Leave a Reply