
নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের জনপ্রিয় পোশাক ব্রান্ড ইজি ফ্যাশনের ৯৪ তম শো রুমের উদ্বোধন হয়েছে।
২৩ শে ডিসেম্বর মঙ্গলবার বিকেলে রুপগঞ্জ বাজার মুচিপোল সিকদার কমপ্লেক্সে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক,জাতীয় দলের বর্তমান ব্যাটিং কোচ ও ইজি ফ্যাশনের ব্রান্ড এম্বেসেডর মোঃ আশরাফুল ফিতা কেটে শাখাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ইজি ফ্যাশনের পরিচালক তাওহিদ চৌধুরীর সঞ্চালনায়
শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ রজিবুল বিশ্বাস, শিকদার কমপ্লেক্সের মালিক তোফায়েল শিকদার, বায়তুল মামুর মসজিদের ইমাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও ইজি ফ্যাশনের ব্রান্ড এ্যাম্বেসেডর মোঃ আশরাফুল তার বক্তব্যে বলেন, ইজি ফ্যাশনের শুরু থেকেই আমি আছি,প্রত্যেকটা শোরুম আমি উদ্বোধন করেছি, ইজি ফ্যাশন কতৃপক্ষ কাস্টমারদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের চেস্টা করে।
ইজি ফ্যাশন দিন দিন উন্নতি করছে।আপনারা দোয়া করবেন নড়াইলের এই
৯৪ তম শো রুমটা যেন বাকি ৯৩ টা শো-রুমের মত ভালো করতে পারে।আপনারা যেনে খুশি হবেন ইজি ফ্যাশন এবার বি পি এল এ রংপুর রাইর্ডাস এর স্পন্সর হয়েছে,আমি রংপুর রাইডার্স এর সাথে সহ ব্যাটিং কোচ হিসেবে যুক্ত আছি।আশা করি রংপুর রাইডার্স ভালো করবে।
সমাপনী বক্তব্যে ইজি ফ্যাশনের পরিচালক তাওহিদ চৌধুরী বলেন,ঐতিহ্যবাহী নড়াইলে ৯৪ তম শাখার উদ্বোধন করতে পেরে আমরা গর্বিত, আপনাদের সহযোগিতায় ইজি ফ্যাশান লিঃ এগিয়ে যাচ্ছে,আপনারা সবাই দোয়া করবেন।
অনুষ্ঠান শেষে ইজি ফ্যাশন লিঃ এর সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
Leave a Reply