
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলায় পুকুর খননের সময় একটি প্রাচীন কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের উত্তর কাশিপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুর খননের সময় মাটির নিচে একটি ভারী পাথরের বস্তু দেখতে পান শ্রমিকরা। পরে তা উত্তোলন করলে প্রাচীন কষ্টিপাথরের তৈরি একটি মূর্তি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মূর্তিটি বহু বছরের পুরোনো এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন হতে পারে।
প্রাথমিকভাবে মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটি নিরাপত্তার স্বার্থে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর কাছে জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে মূর্তিটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঐতিহাসিক ও প্রত্নসম্পদ সংরক্ষণে সরকার বদ্ধপরিকর এবং উদ্ধারকৃত নিদর্শনটি যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হবে।
Leave a Reply