
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী থেকে ৩৫ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। এ উপলক্ষে ট্রেন, বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত কারে করে ঢাকায় যাবেন তারা।
রাজশাহী বিএনপির একটি সূত্র জানায়, রাজশাহী মহানগর ও জেলা মিলিয়ে প্রায় ৩৫ থেকে ৩৭ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। দলীয়ভাবে বাসের ব্যবস্থা করাি হয়েছে। এছাড়া অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে ট্রেন কিংবা ব্যক্তিগত যানবাহনে আগেই ঢাকায় গেছেন বা যাচ্ছেন। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা থেকে বাসগুলো আগের দিন ও রাতেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
যদিও রাজশাহী থেকে সরাসরি কোনো স্পেশাল ট্রেন নেই, তবে নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত বগি সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্র জানায়, আগামী ২৫ ডিসেম্বর পশ্চিমাঞ্চল রেলওয়ে থেকে চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। ট্রেনগুলো হলো— পঞ্চগড়-ঢাকা, চাটমোহর-ঢাকা, যশোর-ঢাকা ও খুলনা-ঢাকা। এসব ট্রেনের যাত্রী ধারণ ক্ষমতা প্রায় তিন হাজার। এছাড়া নাটোর-ঢাকার জন্য একটি স্পেশাল ট্রেন চালুর অনুমোদন চাওয়া হয়েছে, যা এখনও অনুমোদিত হয়নি।
এদিন বিশেষ ট্রেন পরিচালনা ও অতিরিক্ত কোচ সংযোজনের কারণে পাবনা-রাজশাহীর মধ্যে চলাচলকারী ‘ঢালারচর এক্সপ্রেস’ এবং রহনপুর-রাজশাহীর মধ্যে চলাচলকারী ‘রহনপুর কমিউটার’ ট্রেনের যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে স্বল্প দূরত্বের আরও তিনটি কমিউটার ট্রেনও ওই দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।
Leave a Reply