
সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি :
রাজশাহীর অপারেশন দল ২৮ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার তানোর থানার চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলী নামক ব্যক্তির বাড়ির পশ্চিম পাশে গরুর গোয়ালের পেছনে,রান্না করা লাকড়ীর নিচে এবং একই এলাকার আ: সোবহান এর বাসার উত্তর পাশে খড়ি রাখার ঘরে, খড়ির নিচে এবং জয়নাল নামক আরেক ব্যক্তির বাড়ির খড়ির নিচে পৃথক অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করা হয়।
একটি কাঠের হাতল যুক্ত বিদেশি পিস্তল যার গায়ে লিখা আছে MADE IN USA 7.0-5 MM, ২ টি সিলভার রঙের খালি ম্যাগজিন, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ১২ টি শর্টগানের গুলি, ৪ টি পাইপগান, ৬ টি চিকন পাইপসহ অস্ত্রের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
এই বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসা করলে তারা কিছু বলতে পারেনি।
উক্ত অস্ত্র ও গুলিসহ অন্যান্য মালামাল তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।




Leave a Reply