
নড়াইল প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
নড়াইলের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে
বৈধ প্রার্থীরা হলেন স্বতন্ত্র বি. এম. নাগিব হোসেন ও
জাতীয় পাটির প্রার্থী মোঃ মিল্টন মোল্যা।
শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম দুই প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখার ঘোষণা দেন। পরে এদিন বিকালে মনোনয়নপত্র স্থগিত হওয়া দুই প্রার্থীর প্রয়োজনীয় কাগজ দাখিল সাপেক্ষে তাদেরকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়।
নড়াইলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সর্বশেষ তালিকা অনুযায়ী নড়াইল-১ আসনে ৫ জন প্রার্থীর মানোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার, বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী মো. আবদুর রহমান, জাতীয় পাটির প্রার্থী মো. মিল্টন মোল্যা, স্বতন্ত্র বি এম নাগিব হোসেন।
Leave a Reply