
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়ি পাল্লা প্রতীকের এমপি প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত চলা যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ এ ঘোষণা দেওয়া হয়। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার ফলে লক্ষ্মীপুর-২ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মাস্টার রুহুল আমিন ভূঁইয়া নির্বাচনী কার্যক্রমে আর কোনো আইনগত বাধা রইল না।
এখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা ও অন্যান্য কার্যক্রম জোরদার করতে পারবেন। স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘোষণাকে কেন্দ্র করে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে।
Leave a Reply