
নিজস্ব প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের মাটি কাটার অভিযোগে মধ্যরাতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(৬ জানুয়ারি ) রাত ১টার দিকে পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে স্বপন কবিরাজ নামের এক মাটি ব্যবসায়ীকে ৮ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই এলাকায় কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে কৃষি উৎপাদন ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। প্রশাসনের অভিযানে অবৈধ মাটি কাটার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হলেও এলাকাবাসী স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার মোবাইল কোর্ট চলাকালে রায়পুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতে যারা কৃষিজমির উপরিভাগের মাটি কর্তনের সঙ্গে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply