নিজস্ব প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের খাসেরডুগি ও চর আবাবিল ইউনিয়নের উদমারা এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে টপ সয়েল থেকে মাটি কর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযান চলাকালে বিনা অনুমতিতে কৃষিজমির টপ সয়েল কর্তনের অপরাধে একজন ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় অবৈধ কাজে ব্যবহৃত ৩টি শ্যালো পাম্প জব্দ করা হয়।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে রায়পুর থানা পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে টপ সয়েল কর্তনের ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে, পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। এসব অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা বলেন,“জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।