মোহাম্মদ মাসুদ
সারাদেশে দেশে আলোড়ন চাঞ্চল্য সৃষ্টিকারী বহুল আলোচিত সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যাসহ একাধিক র্যাব সদস্য আহত এবং সরকারি সম্পত্তি ভাঙচুর মামলার ২ আসামি’কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
অদ্য ২২ জানুয়ারি দুপুর ১টায় বায়োজিত বোস্তামী থানাধীন ইকবাল কনভেনশন হল এলাকায় অভিযানে প আসামি মোঃ ইউনুছ আলী হাওলাদার(৬২), পিতা-সোনাম উদ্দিন হাওলাদার, সাং-গোলখালী, থানা-মির্জাগঞ্জ জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
আসামিদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত গোপন সংবাদে আসামি মোঃ ইউনুছ আলী হাওলাদার চট্টগ্রাম মহানগরীর বায়োজিত বোস্তামী থানা এলাকায় অবস্থানকালে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতার কৃত আসামি মোঃ ইউনুছ আলী হাওলাদার এর দেয়া তথ্য মতে অদ্য ২২ জানুয়ারি দুপুর ২টায় পতেঙ্গা থানাধীন ওয়াসা গলি এলাকায় অভিযানে মামলার সন্ধিগ্ধ আসামি খন্দকার জাহিদ হোসেন (৩৯), পিতা-মৃত নবীন উদ্দিন, সাং-মোহাম্মদপুর, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি ৪টায় একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল-সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষনা দিয়ে আনুমানিক ৪০০/৫০০ জন দুষ্কৃতিকারীরা র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় র্যাবের চারজন সদস্য গুরুত্বর রক্তাক্ত আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে থানা পুলিশে সহযোগিতায় আঘাত প্রাপ্ত র্যাব সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ প্রেরণ করা হয়। চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডিএডি মোঃ মোতালেব হোসেন ভূঁইয়া মৃত ঘোষনা করেন এবং অপর ০৩ জন র্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছে। উক্ত নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হলে ব্যাপক আলোচিত হয়।
উক্ত ঘটনায় র্যাব-৭, চট্টগ্রাম বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ২৯ জনকে এজাহারনামীয় এবং ১৫০/২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-২৪, ২২/২৬ইং;
গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
">