নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনী অফিস পোড়ানোর মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামী,
২৬ শে জানুয়ারি সোমবার বাদ মাগরিব বিছালি ইউনিয়নের তিন দোকান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নড়াইল ১ আসনের দশ দলীয় ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার,
১২ নং বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ মোখলেছুর রহমান, যুব বিভাগের সভাপতি মোঃ হাসিবুল মোল্যা, ৮ নং কলোড়া ইউনিয়নের আমির হাফেজ আঃ হান্নান সহ জামায়াতে ইসলামী নড়াইল জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
বক্তারা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার করেছে হাতপাখার আমীর সহ তাদের প্রার্থী। পরিকল্পিত ভাবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার করেছে তাঁরা, জামায়াতে ইসলামী ইনসাফে বিশ্বাস করে, আমরা এই অফিস পোড়ানোর ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তির শাস্তি দাবি করছি।
দশ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর নড়াইল ১ আসনের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার বলেন ইসলামী আন্দোলন ( হাতপাখা) এর অফিস পোড়ানোর ঘটনা দুপুরের দিকে জানতে পেরে আমি প্রশাসনের সাথে যোগাযোগ করে এর সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের খুঁজে বের করার দাবী জানিয়েছি। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে ইসলামী আন্দোলন ( হাতপাখা) এর নায়েবে আমীর সহ সংসদ সদস্য প্রার্থীর বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে ভিত্তিহীন বানোয়াট বক্তব্যের ও নিন্দা জানাচ্ছি।বিগত ১৭ বছর জেল জুলুম নির্যাতন সহ্য করেও আমরা কারো উপর প্রতিশোধ গ্রহন করিনি। আমরা শান্তিপূর্ণ সহবস্থানে বিশ্বাস করি।অযথা মিথ্যা তথ্য ছড়িয়ে জামায়াতে ইসলামীর ভাব মূর্তি নষ্ট করার চেষ্টা করবেন না।
এ বিষয়ে বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নড়াইল জেলা কৃষক দলের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক হেমায়েত হোসেন ফারুক বলেন, হাতপাখার অফিস পোড়ানোর ঘটনাটি আমি শুনেছি,বিষয়টি দুঃখজনক,ইসলামী আন্দোলন বাংলাদেশ ( হাতপাখা) এই ঘটনায় জামায়াতে ইসলামীকে দোষী করেছে।আমি চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা হোক।এরপূর্বে
সোমবার (২৫ জানুয়ারি) গভীর রাতে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের তিন দোকানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ( হাতপাখা) এর নির্বাচনী অফিসে আগুন দেয় দূর্বৃত্তরা। আগুনে কার্যালয়ের চেয়ার, টেবিল, মাইক, হাতপাখা ও নির্বাচনি প্রতীকসহ থাকা সব সামগ্রী নষ্ট হয়ে যায়।
ভোটের প্রচার চালানোকে কেন্দ্র করে সোমবার রাতে ওই এলাকায় জামায়াতে ইসলামির নেতা-কর্মীদের সঙ্গে ইসলামি আন্দোলনের কর্মীদের কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এর কয়েক ঘণ্টা পর গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা ইসলামি আন্দোলনের নির্বাচনি কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
আগুনে কার্যালয়ের চেয়ার, টেবিল, মাইক, হাতপাখা ও নির্বাচনি প্রতীকসহ থাকা সব সামগ্রী নষ্ট হয়ে যায়।
">