বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর বাংলা বিভাগের আয়োজনে ‘বাংলা ভাষার বিবর্তন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৫ সেপ্টেম্বর ২০২২) সকালে কবি হেয়াত মামুদ ভবনে এই সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।
বেরোবি কলা অনুষদের ডিন এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. পি এম শফিকুল ইসলাম।
এছাড়াও বেরোবি বাংলা বিভাগের প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, সহযোগী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষসহ বিভাগের শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন।
Leave a Reply