বুলবুল হাসান, বেড়া (পাবনা) প্রতিনিধি :
ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন। শনিবার ৩ সেপ্টেম্বর দুপুরে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে পবিত্র ফাতেহা পাঠ করেন সমাধির সামনে দাড়িঁয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেড়া পৌরসভার মেয়র এডভোকেট এস, এম, আসিফ শামস্ রঞ্জন, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মেজবাহ মোল্লাসহ, বেড়া উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতা কর্মী প্রমুখ ।
Leave a Reply