1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:৪৯ পূর্বাহ্ন

নওগাঁয় বাস ও অটোরিকশার শ্রমিকদের সংঘর্ষ, বাস চলাচল বন্ধ

রিপোটারের নাম
  • প্রকাশিত : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫ বার পড়া হয়েছে

 

আকাশ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি

হঠাৎ বাস চলাচল বন্ধের ঘোষণায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ সকালে শহরের বালুডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে
হঠাৎ বাস চলাচল বন্ধের ঘোষণায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আজ সকালে শহরের বালুডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালেছবি: প্রথম আলো
বাস ও অটোরিকশার শ্রমিকদের সংঘর্ষের জেরে নওগাঁ থেকে অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটে পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সকাল ছয়টা থেকে সব রুটে বাস চলাচল বন্ধের ডাক দেয় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। হঠাৎ বাস চলাচল বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম মতিউজ্জামান বলেন, গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে নওগাঁ বাস টার্মিনাল এলাকায় অটোরিকশা ও ইজিবাইকের শ্রমিকদের সঙ্গে বাসের শ্রমিকদের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে অটোরিকশার শ্রমিকেরা বাসের শ্রমিকদের মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বাস মালিক ও মোটর শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্তে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছে।

 

নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তফা কালিমী বলেন, বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের লোকজন উভয় পক্ষের সঙ্গে বসেছেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলে আজই বাস চলাচল সচল হতে পারে। তবে প্রধান দাবি হচ্ছে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

অভিযোগের বিষয়ে জেলা অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল মণ্ডল বলেন, ‘গতকাল বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে কয়েকটি অটোরিকশা দাঁড় করানো ছিল। এ সময় বাস পরিবহন সংগঠনের লোকজন সেখান থেকে অটোরিকশা সরিয়ে নিতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে আমাদের শ্রমিকেরাও আহত হয়েছেন। এটা খুবই সামান্য ঘটনা। এটা নিয়ে বাস চলাচল বন্ধ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা ঠিক হয়নি। প্রশাসনের কর্তারা উভয় পক্ষকে নিয়ে বসেছেন। আশা করছি, আজকের মধ্যেই সমস্যার সমাধান হবে।’

এদিকে বাস চলাচল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। আজ সকালে শহরের বালুডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনালে অভ্যন্তরীণ বিভিন্ন রুটের যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
রাজশাহী যাওয়ার জন্য অপেক্ষা করা হাফিজুর রহমান বলেন, ‘আমার এক আত্মীয় রাজশাহী মেডিকেলে ভর্তি। তাঁকে দেখতে যাওয়ার কথা। কিন্তু এখানে এসে দেখি কোনো বাস রাজশাহী যাবে না। কীভাবে যাব বুঝতে পারছি না।’

আরেক যাত্রী লিপিকা সরকার বলেন, ঢাকা থেকে তিনি ট্রেনে সান্তাহার এসেছেন। এখন তাঁর গন্তব্য সাপাহার। তবে নওগাঁ বাসস্ট্যান্ড থেকে বাস চলছে না। এখন বিকল্প উপায়ে সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার চেষ্টা করছেন তিনি। তবে এ জন্য তাঁকে বাড়তি ভাড়া গুনতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD