নিউজ ডেস্ক :
নাটোরে পা দিয়ে লিখে দাখিল পরীক্ষা দিচ্ছে অদম্য রাসেল
সিংড়ার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে পা দিয়ে পরীক্ষা দিচ্ছে রাসেল মৃধা
দুই হাত নেই। ডান পা নেই। বাঁ পা রয়েছে, সেটিও অস্বাভাবিক। এমনই অস্বাভাবিক শরীর নিয়ে চলতি দাখিল পরীক্ষায় অংশ নিয়েছেন অদম্য রাসেল মৃধা। বৃহস্পতিবার সিংড়া পৌর এলাকার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নিতে দেখা যায় তাকে। সে একই এলাকার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে। কেন্দ্র পরিদর্শনে গিয়ে লেখাপড়ার প্রতি এই মেধাবী শিক্ষার্থীর প্রবল আগ্রহ দেখে মুগ্ধ হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম সামিরুল ইসলাম।
পরীক্ষার্থী রাসেল মৃধার বাবা আব্দুর রহিম জানান, ছোটবেলা থেকেই রাসেল লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহী। আব্দুর রহিম পেশায় একজন দিনমজুর। নুন আনতে পান্তা ফুরায়। অভাব অনাটনের কারণে সংসারই ঠিকমতো চলে না। তারপরও লেখাপড়ার প্রতি প্রতিবন্ধী ছেলে রাসেলের প্রবল আগ্রহ দেখে তিনি শতকষ্টেও ছেলের লেখাপড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।
রাসেল উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবা করতে চায়। বিগত পিএসসি ও জেএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল, করবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।
Leave a Reply