1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:২৯ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে ভেজাল কীটনাশকের কারখানার সন্ধান

রিপোটারের নাম
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৪ বার পড়া হয়েছে

 

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল কাশিমপুর এলাকার ভেজাল কীটনাশক কারখানার সন্ধান পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) ওই কারখানায় অভিযান চালিয়ে কারখানা মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কুজাইল গ্রামের বাসিন্দা জালাল সরদার দীর্ঘদিন ধরে বাংলাদেশ সিট কোম্পানি নামে সাইনবোর্ড লাগিয়ে কুজাইল কাশিমপুর এলাকায় কারখানা খুলে ইটের গুড়া, বালু, মাটি মিশিয়ে বিভিন্ন ক্যেমিকেল ও রং মিশিয়ে নকল কীটনাশক তৈরি করে আসছিলেন। তিনি এসব কীটনাশক বিভিন্ন কোম্পানির মোড়কে ভরে নওগাঁ, বগুড়া, রাজশাহী, নাটোরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের এমন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন ওই কারখানায় অভিযান চালান। দুপুর ২টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযান চলাকালে ওই কারখানা থেকে বিভিন্ন কোম্পানির মোড়কে ভরা ভেজাল কীটনাশক, এগুলো তৈরির উপকরণ, খালি মোড়কসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। পরে ভেজাল সার ও কীটনাশক তৈরি ও মজুত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৫১ ধারায় কারখানা মালিক জালাল সরদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং কারখানাটি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও শাহাদত হোসেন বলেন, কারখানাটির কীটনাশক তৈরির কোনো অনুমোদন ছিল না। ক্ষতিকর ক্যেমিকেলের অবহেলামূলক ব্যবহার, নকল পণ্য উৎপাদন ও প্যাকেটজাত পণ্যে উৎপাদন ও বিক্রয় মূল্য না থাকায় ওই কারখানা মালিককে জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD