মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশষে দীর্ঘ ১০ বছর পর দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১ ঘটিকায় পাকেরহাট সরকারি কলেজ প্রাঙ্গনে দ্বিতীয় অধিবেশনে ১৫ জন পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই করে ভাইভা নেয়া হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। কমিটিতে খানসামা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলামকে সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নকে পুনরায় সাধারণ সম্পাদক করে।
এছাড়াও ৪জন সহ-সভাপতি তারা হলেন শেখ রফিকুল ইসলাম, আইনুল হক শাহ, রত্ন কুমার রায় (রতন), আমিনুল হক। এই কমিটিতে ২ জন যুগ্ম সাধারণ সম্পাদক তারা হলেন মো:আনোয়ার হোসেন রানা ও ধীমান চন্দ্র দাস এছাড়াও সাংগঠনিক সম্পাদক মনজিল আফরোজ পারভীন, দপ্তর সম্পাদক প্রমথ রায় ও আইন বিষয়ক সম্পাদক সামসুর রহমান (পারভেজ) এবং মোস্তফা আহমেদ শাহ্ কে সদস্য করা হয়।
আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জেলা ও বিভাগীয় টিমের কাছে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে বিকেল ৩ ঘটিকায় আনন্দঘন পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পাকেরহাট প্রস্তাবিত শিশুপার্কে পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
প্রথম অধিবেশনে উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মোস্তফা আহমেদ শাহ্ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এড. হোসনে আরা লুৎফা ডালিয়া ও এড. সফুরা বেগম রুমিসহ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম চৌধুরী।
উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর ৩ বছরের জন্য নির্বাচনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন হয়েছিল। এতে শাহ্ মো: আব্দুল জব্বার কে সভাপতি এবং সফিউল আযম চৌধুরী লায়ন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল।
Leave a Reply