সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সুরমা ইউনিয়নে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নে “সমৃদ্ধ বসত-বাড়ি ও স্বাস্থ্যসেবা” প্রকল্প কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ), সুনামগঞ্জ এর আয়োজনে “সমৃদ্ধ বসত-বাড়ি ও স্বাস্থ্যসেবা” প্রকল্প, সুরমা ইউনিয়নে বেকারত্ব দূরীকরণে বেকার নারী ও পুরুষদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
সুরমা ইউনিয়ন পরিষদের, ভারপ্রাপ্ত ইউ/পি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন ফরাজীর সভাপতিত্বে ও সুরমা ইউনিয়ন পরিষদের সহকারী সমন্বয়কারী শামীম মিয়ার সঞ্চালনায় সুরমা ইউনিয়ন পরিষদ, দোয়ারা বাজার এর সহযোগিতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএসএ, সুনামগঞ্জ এর নির্বাহী পরিচালক ও এডাব সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মিজানুল হক সরকার। স্বাগত বক্তব্য প্রদান করেন “সমৃদ্ধ বসত বাড়ী ও স্বাস্থ্য সেবা” প্রকল্পের উপজেলা সমন্বয়ক মোঃ ফরাস উদ্দিন। ইউনিয়ন পর্যায়ে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৪৫ (পয়ঁতাল্লিশ) জন কর্মীদের দক্ষ কর্মী সৃষ্টিতে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ প্রদান করবেন।
প্রধান অতিথির বক্তব্যে দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেছেন এই উপজেলার প্রতিটি ইউনিয়নে আরডিএসএ, সুনামগঞ্জ কর্তৃক “সমৃদ্ধ বসত-বাড়ি ও স্বাস্থ্যসেবা” প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ অনুরোধ করেন এবং বর্তমান সময়ে বেকারত্ব দূরীকরণে এসডিজি বাস্তবায়নে আরডিএসএ এর কার্যক্রমকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করণে আশ^াস প্রদান করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়ন পরিষদ এর সম্মানিত ইউপি সদস্য মোঃ আঃ হামিদ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সমৃদ্ধ বসত বাড়ী ও স্বাস্থ্য সেবা প্রকল্পের দোয়ারা উপজেলায় কর্মরত সুরমা ইউনিয়ন এর ইউনিয়ন সমন্বয়কারী মোঃ রফিকুল ইসলাম, লক্ষীপুর ইউনিয়নের মোঃ সফিকুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, বোগলা ইউনিয়নের সহকারী সমন্বয়কারী মোঃ জুয়েল মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply