মল্লিকা পারভীন
কত শত ঋতু পেরিয়ে
আমি এলাম তোমার দ্বারে
তুমি তাই বললে আমায়-
“সব ঋতুর পরশ নিয়ে
এলে বুঝি ঋতুর রাণী হয়ে
রাঙাতে এই জীবন নামের মরুভূমি!
ছয় ঋতুর ছয় সাজের ওগো মোর রাণী
ছন্দে ছন্দে রাঙাবে মোর এই জীবন খানি।”
ওগো রাজা!
জানি প্রতিটি ঋতুই তোমাকে মনে করাতো আমায়
তুমি প্রতীক্ষার প্রহর গুণতে আমি আসছি বলে
তোমার ভালোবাসা মিথ্যে নয়!
বলো না গো কেন এত ভালোবাসো আমায়?
শিউলি, বেলী ও হাস্না হেনার মালা গেঁথে
পড়িয়ে দিতে তুমি আমার চুলের খোঁপাতে
মুগ্ধ হয়ে দেখতাম আমি তোমার চোখের আয়নাতে
এত সুন্দর করে, এত ভালোবাসা দিয়ে
তোমার চোখ দু’টি রাখতে আমার চোখে
আমি কি করে ভুলি বলো এত ভালোবাসা?
আমার অঙ্গে অঙ্গে শিরায় শিরায়
মিশে আছো তুমি, মিশে থাকবে অনন্তকাল
প্রকৃতির মত মিশে থাকবে তুমি প্রতিটি ঋতুর অবগাহন।
শীতের আগমনে যেমন,
অতিথি পাখিরা আসে নব সাজে প্রকৃতিকে রাঙাতে!
আমি এসেছি আজ তেমন করে তোমাকে রাঙাতে!
জৈষ্ঠের আলোড়নে মুকুলের গন্ধে
তোমার আমার মন হারিয়েছি আজ সব ঋতুর বৈশিষ্ট্যে
এসো হাতে হাত রাখি শপথের মালা গাঁথি
“তুমি আমার ঋতু রাজ আমি তোমার ঋতুর রাণী।”
আমরা শুধুই ভালোবাসার পৃথিবী গড়ি।
Leave a Reply