1. emon@frilix.com : Emon Hasan : Emon Hasan
  2. editormrahman80@gmail.com : Mizanur Rahman : Mizanur Rahman
  3. info@www.janatarkatha24.com : admin :
  4. wpapitest@config.com : wpapitest :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
শিরোনাম:

নড়াইলের লোহাগড়ায় দূর্বৃত্তদের হামলায় সাবেক ইউপি সদস্যের হাত বিচ্ছিন্ন

রিপোটারের নাম
  • প্রকাশিত : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ৩২ বার পড়া হয়েছে

 

শাকিল আহমেদ,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ায় সাবেক ইউপি সদস্য মো: আকবর হোসেন লিপন (৪৬)’র ওপর একদল দূর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার হাত ও পা কর্তন করেছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১১ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মঙ্গলহাটা গ্রামের উত্তরপাড়ার জামে মসজিদের অদুরে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার লিপন মঙ্গলহাটা গ্রামের নুর মিয়া শেখের ছেলে এবং মল্লিকপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রাম্য কোন্দল ও এলাকার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের মো: আকবর হোসেন লিপন সমর্থিত লোকজনদের মধ্যে বিরোধ চলে আসছিল। একই গ্রামের বাসিন্দা হওয়া স্বত্বেও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে লিপন শিকদার মোস্তফা কামালের প্রতিদ্বন্দি হয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেন। দুজনেই পরাজিত হলেও লিপন মোস্তফার চেয়ে বেশি ভোট পান। এরপর থেকেই দু’দলের বিরোধ চরমে ওঠে।

এর জের ধরে রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে লিপন মধ্যপাড়ায় একটি মিটিং শেষে বাড়ি ফেরার পথে উত্তরপাড়ার জামে মসজিদের সামনে পৌঁছালে পূর্বথেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং ডান পায়ে উপর্যুপুরী কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

এলাকাবাসী তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, লিপনের অবস্থা আশংকাজনক।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রোমান রায়হান বলেন, মল্লিকপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো: আকবর হোসেন লিপনের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানাচ্ছি।

এ ব্যপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাবেক ইউপি সদস্যের বিচ্ছিন্ন হাতটি সোমবার সকালে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Frilix Group
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD