 
																
								
                                    
									
                                 
							
							 
                    
মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি,
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর বিধবাপল্লীতে বসবাসরত বিধবা ও শহীদ জায়াদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা ট্রাক, ট্যাংকলড়ী কাভার্টভ্যান মালিক সমিতির আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়। নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভুমি) ইফফাত জাহান তুলির সভাপতিত্বে মোবাইলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী। এতে প্রিয় অতিথির বক্তব্য রাখেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া, পৌর সভার মেয়র আবুবকর সিদ্দিক, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজকুরুনী, নালিতাবাড়ী ট্রাক, ট্যাংকলড়ী কাভার্টভ্যান মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শামসুল আলম সওদাগর, কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়ামুল কাউছার, নাকুগাঁও আমদানি-রপ্তানী কারক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ট্রাক-ট্যাংক, লড়ী সমিতির শ্রমিক নেতা আনোয়ার হোসেন প্রমুখ। এসময় সোহাগপুর বিধবাপল্লীর ৩২ জন বীরাঙ্গনাসহ শহীদ জায়া পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে চাদর ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সংবাদদাতা, মোঃ জুলহাস উদ্দিন হিরো,
শেরপুর প্রতিনিধি,
Leave a Reply