বেরোবি প্রীতি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখা আজ দুপুর ২টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নবূন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের সামনে আলোচনা করেন বাসদ কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন বলেন, এদেশের ছাত্র সমাজের ইতিহাস গৌরবজ্জল। এই গৌরবময় ইতিহাসের আকাঙ্খা ছিল একটি শোষণ – বৈষম্যহীন একটি রাষ্ট্র। তিনি বৈষম্যহীন রাষ্ট্র বির্নিমানে বুর্জোয়া সুবিধাবাদী আত্মকেন্দ্রিক ছাত্র রাজনীতির বাইরে আর্দশবাদী ছাত্র রাজনীতিকে শক্তিশালী করার আহবান জানান।
সহযোগী অধ্যাপক আলী রায়হান সরকার বলেন,জ্ঞান-সাংস্কৃতিক চর্চায় নবীনদের পদচারনা বিশ্ববিদ্যালয়ের অতীতের সকল অর্জন ছাপিয়ে যেতে মুক্তবুদ্ধি চর্চার বিকল্প নেই। রংপুর জেলা বাসদের আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস বলেন, ক্ষমতাসীন আওয়ামী সরকারের লাগামহীন দুর্নীতি -অনিয়মের ফলে দেশে গ্যাস-বিদ্যুৎসহ দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতি, ফলে সামগ্রিক জীবনে নাভিশ্বাস ওঠেছে। একদিকে দ্রব্যমূল্য ও শিক্ষা উপকরণের দাম বাড়ায় শিক্ষার্থীরা আর্থিক সংকটে ভুগছে। তিনি তার জন্য সরকারকে দায় করেন এবং সেজন্য ছাত্র সমাজকে সোচ্চার হাওয়ার আহবান জানান।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাজীব কান্তি রায় বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বপ্ন – আকাঙ্খা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিপূরক আয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে । তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আরো বলেন,শিক্ষা বাণিজ্যিকীকরণ-সাম্প্রদায়িকীকরণ ও হল দখলের বিরুদ্ধে আর্দশ নীতি-নৈতিক শক্তি নিয়ে প্রতিরোধ শক্তি গড়ে তুলতে হবে।
উল্লেখ্য যে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ২য় তলায় দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিনা মুরমুর সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবীন বরন অনুষ্ঠান শুরু হয়।
মো সিদ্দিকুর রহমান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
Leave a Reply