পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নীচ তলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘মুজিব কর্নার’ উদ্বোধন করেছেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।
আজ (২০ জুলাই) বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এই মুজিব কর্নারে বঙ্গবন্ধুর ওপরে লেখা অসংখ্য বই সংরক্ষিত রয়েছে।
জেলা প্রশাসকের দপ্তরে আসা বিভিন্ন পর্যায়ের সূধীজনদের জন্য অফিস সময়সূচি পর্যন্ত মুজিব কর্নারটি উন্মুক্ত থাকবে বলে জানান জেলা প্রশাসক।
উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসূফ জাকি, এনএসআই’র যুগ্ন পরিচালক মো: আব্দুল কাদের সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর সংবাদদাতা।
Leave a Reply