সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে পুলিশের অভিযানে গাঁ(জা) ও ফে(ন্সিডি)লসহ মা’দক মামলার ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী এবাদুল হকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের টাংগন গ্রামে অভিযান চালানো হয়। পুলিশ জানতে পারে যে, এবাদুল হক তার বসতবাড়িতে অবস্থান করছেন। এ খবরের ভিত্তিতে মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশনায় এসআই আব্দুর রাজ্জাক, মুক্তার হোসেন এবং এএসআই মালেকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের একটি টহলদল অভিযান পরিচালনা করে এবাদুল হককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন: এবাদুল হক (৫২), ইউসুফপুর ইউনিয়নের টাংগন গ্রামের মৃত ইছা হকের ছেলে এবং মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী মুন্না (৩০), এবাদুল হকের ছেলে মাদক ব্যবসায়ী আলাউদ্দিন (৩৫) – সরদহ ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আলীর ছেলে, যার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী এবাদুল হকসহ গাঁজা ও ফেন্সিডিল ব্যবসায়ী দুইজনকে আটক করা হয়েছে। এই ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
Leave a Reply